অথৈ
একটি মনোমুগ্ধকর বাংলা নাটক যা তার অনবদ্য রচনা এবং দক্ষ অভিনেতাদের
দক্ষতার জন্য থিয়েটারের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষের
সমালোচকদের সর্বোচ্চ স্তরের প্রশংসা পেয়েছে। এখানে
উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো হয়ে উঠবে অথৈ, ডেসডিমনা দিয়ামনা আর আইগো হলো
অনগ্র এভাবেই নাট্যকার ও নির্দেশক অর্ণ মুখোপাধ্যায় তার নাটকটিকে সমসাময়িক
করে তুলেছেন। অথৈয়ের চরিত্রে অর্ণ মুখোপাধ্যায় অনগ্রর অনির্বাণ ভট্টাচার্ দিয়ামনার চরিত্রে তূর্ণা দাশ। আর এই নাটকটি আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার, ২৩শে আগস্ট সন্ধে ছটায় মধুসূদন মঞ্চ-এ।
Tollywood Bengali movie reporter and Bengali Theater reporter.
Comments
Post a Comment